Monday, September 9, 2024

অনেক তো ডাক্তার দেখালেন একবার আসুন আমাদের কাছে; সঠিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য অপেক্ষা করছি

ইনশাআল্লাহ! আগামী কাল মঙ্গলবার 10 তারিখ “ উত্তরা মোল্লার টেক‘‘ উদয়ান স্কুলের সামনে সকাল 10:00 টা থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত রোগী দেখবো। আপনারা যারা রোগী দেখাতে চান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
✅ আমাকে দেখাতে হলে অবশ্যই আপনাকে আপনার মেডিকেল রিপোর্ট গুলো যদি থাকে তাহলে সঙ্গে নিয়ে আসতে হবে। আপনারা যারা প্যারালাইসিস, ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, টিউমার, সোরিয়াসিস, ব্রেন টিউমার, ব্রেস্ট টিউমার, পিত্তপাথুরী, চর্ম, হাঁপানি, লিভার সিরোসিস, জন্ডিস, বাত ব্যথা, মাইগ্রেন এবং ঠান্ডা লাগা সহ শিশুদের এবং বড়দের যেকোন জটিল রোগের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়।
✍️ আমার চিকিৎসাধীন রোগীদের ফলোআপ কেস দেখতে এই লিংকে: https://www.youtube.com/playlist
... ক্লিক করুন।
✅উত্তরা চেম্বারে আসার সহজ পথ: এয়ারপোর্ট রেলগেট থেকে রিকশা নিবেন; বলবেন উদায়ন স্কুলের সামনে নামবো।
✍️সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন: 01674-180362 এই নাম্বারে ( সকাল 9টা থেকে রাত ৯ টা পর্যন্ত সিরিয়াল নেওয়া হয় )
ডা. সাদ ইবনে মোজাম্মেল(সাদ)
জেনারেল হোমিওপ্যাথি প্রাকটিশনার
‼️ অনলাইনে চিকিৎসা করি না ‼️


 

0 comments:

Post a Comment