২০২২ সালে দেখা সবচেয়ে ভয়ংকর সোরিয়াসিস রোগী গুলোর মধ্যে এই কেসটি ছিলো অন্যতম।
আলহামদুলিল্লাহ, আজ রোগী অনেক ভাল আছে/ ভাল হচ্ছে। আমি সব সময় একটা কথা বলি- আপনি যতই জটিল বা কঠিন রোগে আক্রান্ত হন না কেন, আপনি যদি আপনার রোগ সম্পর্কে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আলোচনা করে চিকিৎসা নেন, ধৈর্য্য ধরেন, ডাক্তার কে সময় দেন ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন/ হবেন।
আমার এই ছোট্ট হোমিওপ্যাথি ক্যারিয়ারে বারবার এ কথার প্রমাণ আমি পেয়েছি। কিছু নামধারিনী উদ্ভট হোমিওপ্যাথি ডাক্তার ওলিতে/ গলিতে দেখতে পাবেন, যারা কিনা বড় বড় ফাইল, প্যাটেন্ট, ইত্যাদি দিয়ে চিকিৎসা দিয়ে থাকে- ফলে রোগীর রোগ সারা তো দূরের কথা আরও জটিল হয়ে যায়, তখন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারেরও করার কিছু থাকে না। তাই আমি সাধারণ মানুষদের প্রতি বিশেষভাবে অনুরোধ করবো হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তার নির্বাচন করুন।
সুস্থ থাকুন! ভাল থাকুন!
ডা. সাদ ইবনে মোজাম্মেল(সাদ)
জেনারেল হোমিওপ্যাথি প্রাকটিশনার


0 comments:
Post a Comment